চুয়াডাঙ্গায় মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে দেশি-বিদেশি অস্ত্র ও টাকাসহ আটক করেছে যৌথবাহিনী।
এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বটি, পাসপোর্ট ও নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদের জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।
ওসি খালেদ বলেন, রুপা খাতুনের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। জমি বিক্রির টাকা বলে জানিয়েছেন তিনি। তথ্যের সত্যতা মেলায় সেগুলো ফেরত দেওয়া হবে।
তিনি আরও জানান, রুপা খাতুনের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোর তদন্ত চলছে।
প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদক ব্যবসা, নারী ব্যবসা, বিয়ে করে প্রতারণাসহ বহু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হলে শুক্রবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুপাকে আটক করে।