মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় “সেতু” এনজিও এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মিরপুর উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি মাদ্রাসার অংশ গ্রহণে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে গত সোমবার (১১নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত আন্ত:স্কুল বিজ্ঞান মেলা প্রতিযোগিতায় বিগত সময়ের সামগ্রিক কার্যক্রমের বিচারে শ্রেষ্ঠ বিজ্ঞান ক্লাবের পুরষ্কার অর্জন করেছে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার “ইবনে সিনা বিজ্ঞান ক্লাব”। সোমবার বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ইবনে সিনা বিজ্ঞান ক্লাবের পরিচালক ও মিরপুর মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) সোহেল রানার হাতে পুরষ্কার হিসেবে একটি করে মাইক্রোস্কোপ ও ক্রেস্ট তুলে দেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মনিরা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, গবেষক আব্দুস সালাম, সমন্বয়কারী (অডিট এন্ড মনিটরিং) নাজমুন্নাহার, সমন্বয়কারী (এমএফ) আলাউল আলম। সেতুর পরিচালক আর,এম ফুহাদের সভাপতিত্বে মেলায় সার্বিক পরিচালনায় ছিলেন পিএসই প্রকল্পের সমন্বয়কারী ও প্রকল্প কর্মকর্তাবৃন্দ। এছাড়া সেতুর রেইজ প্রকল্প ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত মেলায় প্রকল্পভূক্ত ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে। এছাড়া শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে দেয়ালিকা প্রকাশ করে এবং কুইজ প্রতিযোগিতায় ও তাদের মেধার বিকাশ ঘটিয়েছে।