কুষ্টিয়ার মিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সময় এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।মমিনুল ইসলাম কুষ্টিয়া সদর পুলিশ ফাড়ি হতে বদলী হয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত বুধবার রাতে যোগদান করেছেন।বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে শুক্রবার সকালে মিরপুরে পৌর যুবদল ও মৎস্যজীবি দলের সাথে তিনি এ মতবিনিময় করেন।এসময় তিনি বলেন- হিসেবে মিরপুর থানায় তার প্রথম পোষ্টিং চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছেন।এলাকার মাদক সন্ত্রাস চাদাবাজি চুরি ডাকাতি প্রতিরোধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।এসময় মিরপুর থানার আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করতে ও মিরপুর থানাকে মাদকমুক্ত করতে নানা রকম আলাপ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান,যুগ্ম আহবায়ক জিসান বিশ্বাস,জাহাঙ্গীর আলম মনা,সবুজ আহমেদ,সজন আলী,রনি আহমেদ প্রমূখ