ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মিরপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর পৌর ০৪ নং ওয়ার্ডের ওয়াবদা পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম মালিথা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ মাষ্টার ও ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদিন মন্ডল।মিরপুর পৌর ০৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম মল্লিকের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী,স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম,পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলাম, মনি,বিএনপি নেতা জাহিদ হোসেন,আমানুর রহমান আজিম,রফিকুল ইসলাম, শাবান মন্ডল,তহিরুল ইসলাম,নাসিরুজ্জামান রানা,লিটন আলী মধু,রেজাউল করিম,ফরিদুল ইসলাম,আরব মন্ডল,নবীজুল জোয়ার্দ্দার,মহিবুল মন্ডল প্রমুখ।