দুই সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
আড়াই মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুজন সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন সহ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।এ ছাড়া ফিন্যান্স বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. মতিয়ার রহমান কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন।আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩–এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে সহ-উপাচার্য (একাডেমিক) পদে এবং অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে সহ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’দুটি পৃথক প্রজ্ঞাপনে পাঁচটি শর্তে অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মোহাম্মদ মইন উদ্দিনকে সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপযুক্ত পদে তাঁরা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’ একই শর্ত দেওয়া হয়েছে কোষাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপনেও।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দুই সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ূন কবীর পদত্যাগ করেন।