রাশেদুল হক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার ব্যবসায়ী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর নতুন বাজার ব্যবসায়ীবৃন্দের আয়োজনে গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৪৫ সদস্য ব্যবসায়ী কমিটির পারস্পরিক পরিচিতি অনুষ্ঠিত হয়।মিরপুর নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বনলতা কম্পিউটার ইন্সটিটিউট এর স্বত্বাধিকারী শাহ আক্তার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন মিরপুর নতুন বাজার ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা ও মেসার্স নিয়াজ ট্রেডার্স স্বত্বাধিকারী আব্দুস সবুর,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও ইউনিক ট্রেডার্স স্বত্বাধিকারী হাজী আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ভাই ভাই মুদি ষ্টোরের স্বত্বাধিকারী সাধন কুমার পাল,উপদেষ্টা ও সততা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আলী হোসেন বাবলু,উপদেষ্টা ও এ আর এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী রঞ্জু আহমেদ,সাধারন সম্পাদক ও রোহান ফ্যাশন স্বত্বাধিকারী রফিকুল ইসলাম হিরো,সাংগঠনিক সম্পাদক ও জয় ফার্মেসী স্বতাধিকারী বিএম হাসনাত রুবায়েত,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও হোমিও ফার্মেসী স্বতাধিকারী আব্দুল আউয়াল প্রমুখ।উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর বিকেলে মিরপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যা নিকেতন প্রাঙ্গণে নতুন বাজারের সকল ব্যবসায়ীদের এক বিশেষ বর্ধিত সভায় ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।উক্ত কমিটির নির্বাচিত উপদেষ্টা ও সদস্যদের মধ্যে এ পরিচিতি সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।