কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে (০৫ আগষ্ট) দুষ্কৃতকারী কর্তৃক অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত ০২ জন ব্যক্তিকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিরপুর পৌর এলাকার ০২ নং ওয়ার্ড কুরিপোলে এসব সহায়তা দেন কুষ্টিয়া ০২ আসনের জামাতের সম্ভাব্য সংসদ প্রার্থী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর।এসময় কুরিপোল গ্রামের আজাহার শেখের ছেলে আলমগীর হোসেনকে নগদ ৫ হাজার টাকা ও একই গ্রামের ঘুগুর আলী শেখের ছেলে আবুল হাশেমকে ১৪ পিস ঢেউটিন,নগদ টাকা দেয়া হয়।তার দাবীর প্রেক্ষিতে ঘর নির্মাণের আবশ্যিক সামগ্রীও পরবর্তীতে সহায়তা করা হবে বলে আশ্বাস দেয়া হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের টিম সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যাপক জোমারত আলী,পৌর জামাতের আমীর মাওলানা ওমর ফারুক,মিরপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক হামিদুল ইসলাম,৪নং ওয়ার্ড জামাতের সভাপতি হামিদুল ইসলাম মাষ্টার, পৌর জামাতের সেক্রেটারী চাঁদ আলী মল্লিক,০৪ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারী হারুন অর রশিদ মিলন,বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর জামাত নেতা আমজাদ হোসেন প্রমূখ।