দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকের সহকারী মুখপাত্র মহুয়া মহসীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের সভায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বন্যার্তদের সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ‘বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ হতে ২২ কোটি টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন হতে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ এক কোটি টাকাসহ মোট ২৩ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে