1. abdulauwal.mirpur@gmail.com : abdulauwal :
‘লাল–নীল পাসপোর্ট ছাড়েন, সবুজ পাসপোর্ট নেন তারপর লম্বা লম্বা কথা বলেন’ - Provater Kagoj । প্রভাতের কাগজ ।
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া বাস্তবায়নে মিরপুর পৌর ০৪ নং ওয়ার্ড শ্রমিকদলের আলোচনা সভা নবাগত মিরপুর থানা অফিসার ইনচার্জকে পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জন্য দুঃসংবাদ সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশির স্বাধীনতা রক্ষা করতে হবে: যুক্তরাষ্ট্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেহগনিবাগান থেকে ব্যবসায়ীর পোড়া লাশ উদ্ধার মেহেরপুর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ ঝিনাইদহে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জন আটক সংস্কারে প্রাণ ফিরেছে কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির | তিনটি আকর্ষণীয় ফিচারে ভিভো ভি৪০ লাইট, সাথে উপহার

‘লাল–নীল পাসপোর্ট ছাড়েন, সবুজ পাসপোর্ট নেন তারপর লম্বা লম্বা কথা বলেন’

pa
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার নিউজটি পড়া হয়েছে

বিদেশে বসে লাল-নীল পাসপোর্ট নিয়ে অনেক কথা বলা যায়। চোর–বাটপারে দেশটা ভরে গেছে? দেশের কী হবে? দেশের মানুষদের কী হবে? দেশের শিল্পীসমাজ কিছুই করছে না? ফেসবুক লাইভে এসে কত কথা…। ভাই ও বোনেরা, সবুজ পাসপোর্টটা নেন…লাল–নীল পাসপোর্টটা ছাড়েন…তারপরে লম্বা লম্বা কথা বইলেন।’ ফেসবুকে আজ সোমবার সকালে এমন একটি পোস্ট দিয়েছেন অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ। হঠাৎ এমন পোস্টের কারণ কী জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে।

আজ সোমবার সকালে তাহমিনা মৌ জানালেন, প্রায়ই তাঁর এমনটা মনে হতো। দুই মাস ধরে এটা বেড়েছে।

মৌ বললেন, ‘যাঁরা প্রবাসে আছেন, সেখানকার পাসপোর্ট হোল্ডার, তাঁদের কথা বলছি, তাঁদের যেন হাহুতাশের শেষ নাই। কথায় কথায়, দেশ শেষ হয়ে গেল। আমরা দেশের এমন অবস্থা দেখে মরে যাচ্ছি। কী হবে আমার দেশের। বন্যাকবলিত মানুষের কী হবে—কথা হচ্ছে এই পাসপোর্টধারীরা কয় টাকার ডলার পাঠিয়েছেন। রেমিট্যান্স–যোদ্ধারা কিন্তু পাঠাচ্ছেন, তাঁদের কথা আলাদা। আমি যেসব পাসপোর্ট হোল্ডারদের চিনি, তাঁরা হয়তো বছরে একবার আসেন বা পাঁচ বছরে একবার আসেন মা–বাবাকে দেখতে। অনেক সময় মা–বাবা মারা গেলেও তা–ও আসেন না। অথচ ওখানে বসে হাহুতাশ করেই যাচ্ছেন। তারপর আমাদেরই কিছু সহকর্মী, যাঁরা দেশের বাইরে স্থায়ী হয়েছেন, তাঁরা খোঁচায়ে খোঁচায়ে “ওই শিল্পী কিছু বলল না, অমুক শিল্পীও দেখছি কিছুই বলল না, ওই শিল্পীর কোনো ফেসবুক স্ট্যাটাস দেখলাম, মন্তব্যও দেখছি করল না”—এমনটা বলেই যান!’

কথায় কথায় মৌ জানালেন, অন্য পেশাতেও পরিচিত অনেকে আছেন, তাঁদের নিয়ে কেউ কিছু বলছে না। সব আক্রমণের লক্ষ্যবস্তু যেন শিল্পীরা। মৌ বললেন, ‘আমাদের নাম ধরেই কেন বলতে হবে, “তিনি এই করছেন না, সেই করছেন না। আরে আপনি দেখি প্রোফাইলটা লাল করলেন না, লাল করলে ওহ আচ্ছা, আগে তো করেননি, এখন কেন করলেন।” এগুলো সব বিদেশে বসে বসে করছেন। দুঃখের বিষয় হচ্ছে, ভাবতে হচ্ছে, তাঁরা সবাই আমাদেরই সহকর্মী।’

নতুন করে এ আলোচনার শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক সম্মেলনকে ঘিরে, এমটাই জানালেন তাহমিনা মৌ। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন শিল্পী যুক্তরাষ্ট্রে গেছেন। সেই প্রসঙ্গ টেনে তাহমিনা মৌ বললেন, ‘সেখানে অনুষ্ঠানে যাঁরা গেছেন, তাঁদের নিয়ে কেউ বলতে শুরু করেছেন, “বাংলাদেশে শিল্পীদের কাজ নাই, সেখানে গেছে নাচ করতে, গাইতে, টাকা কামাইতে।” আরে অনুষ্ঠান কি শিল্পীরা আয়োজন করছে! এটা তো আয়োজকেরা করেছেন, বললে তাঁদের বলেন। শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে, শিল্পী পেশাদারি কাজ করবে।’

২৫ বছর ধরে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। চলচ্চিত্র ছাড়া অভিনয়ের সব মাধ্যমে কাজ করেছেন তিনি। তবে প্রস্তাব পাননি যে তা নয়, কিন্তু আস্থা ও বিশ্বাসের ঘাটতি থাকায় নিজের চলচ্চিত্রযাত্রা ওই সময়টায় করেননি। ২০২৪ সালে এসে পেয়েছেন আস্থা ও নির্ভরতা, তাই তো সোহেল আরমানের সিনেমা ‘সংবাদ’ দিয়ে এত বছরের ঘাটতিও পূরণ হয়েছে তাঁর।

মৌয়ের বাবা ও বড় বোন অভিনয়ের সঙ্গে জড়িত। বড় বোন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনাজ। বাবা এস এম হুমায়ুন নাটকের দল ‘নাট্যচক্র’–এর প্রতিষ্ঠাতা সভাপতি। অভিনয় পরিবারের সন্তান হয়ে নিজের পরিচয়ে অভিনয়ে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন। এখন তো পেশাদার অভিনয়শিল্পী তিনি। তবে ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হওয়ারও ইচ্ছা ছিল মৌয়ের। তাই শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার কাছে নাচের তালিমও নিয়েছিলেন। একপর্যায়ে নাচ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ টেলিছবির মাধ্যমে পেশাদার অভিনয়ে যাত্রা শুরু। এর পর থেকে টানা অভিনয়ের সঙ্গেই আছেন। অভিনয়ের ফাঁকে বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
এই ওয়েবসাইটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকাস্থ বাংলাদেশ সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য অধিদফতরে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত।এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি বলে গণ্য।
Design & Developed BY Anamul Rasel