ঈশ্বরদীর রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আইল্যান্ড উপড়ে রিতা বেগম (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রিতা লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মহিদুল ইসলাম মুন্টুর স্ত্রী। নিহত রিতা বেগমের মেয়ে জামাই হাফিজুর রহমান জানান, আমার শাশুড়ী বাড়ি বের হয়ে আমার বাড়ি দাশুড়িয়া কালিকাপুর আসার জন্য রুপপুর মোড়ে আইল্যান্ডের পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় লালন শাহ সেতু থেকে আগত একটি ট্রাক পেছন থেকে সামনের একটি পিকআপকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডকে সজেরো ধাক্কা দেয়। এতে আইল্যান্ডটি উপড়ে শাশুড়ীর শরীরের উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বলেন, আমার শাশুড়ীর সঙ্গে ২০ বছর বয়সী আমার শ্যালক ছিল, সে অক্ষত রয়েছে। পুলিশ সূত্র জানায়, ঘাতক ট্রাক ঢাকা মেট্রো ট ২২-২৮৩১ এবং পিকআপ ঢাকা মেট্রো ন-১২-১৩৭৭ পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।