ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিরপুর ছাত্রসমাজের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
Reporter Name
আপডেট টাইম :
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
১১৫
বার নিউজটি পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিরপুর ছাত্রসমাজের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে এ উপলক্ষে মিরপুর নতুন বাসষ্ট্যান্ড হতে মিছিল শুরু হয়ে মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড ঈগল চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মিরপুর উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বক্তার বক্তব্যে ছাত্রসমাজ নেতা সাগর আহমেদ বলেন-আমরা একটা রক্তাক্ত সময় পার করে আসার পরে আমার দেশ একটা নতুন সংকটের সামনে দাঁড়িয়ে আছে।ভারতের সম্পূর্ণ অপরাজনীতির ফলে আমার দেশ আজ বন্যা কবলিত।কুমিল্লা চট্টগ্রাম ফেনীসহ ১১টি জেলার ৪৫ লক্ষ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।কতো লাশ ভেসে যাচ্ছে,কতো পশু প্রাণী ভেসে যাচ্ছে,তা আমরা দেখতে পাচ্ছি।এর পেছনে রাজনৈতিকভাবে শুধুমাত্র ভারত দায়ী।যারা বলেন ভারত আমাদের পরম বন্ধু,সেই সব ভারতের দালালদেরকে চরমভাবে হুশিয়ার করতে চাই।ভারত কোনদিনই আমাদের বন্ধু হতে পারেনা,ভারত যদি আমাদের বন্ধু হতো,সীমান্তে গুলি করে তারা পাখির মতো আমাদের নাগরিকদের মারতোনা।তারা দিনের পর দিন বাংলাদেশের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে যাচ্ছে,আমরা ছাত্র সমাজ তাদের এই নিপীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।বিশেষ বক্তা জিসান আলী ছাত্রদের উদ্দেশ্যে বলেন-বাংলাদেশের ছাত্র জনতা সবাই কাধে কাধ মিলিয়ে যখন রাষ্ট্র সংস্কারের কাজ করবো,ভারত তখন বন্যার মতো এমন একটা দুর্যোগ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে,কিন্তু আমরা এই বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাধে কাধ লাগিয়ে যেহুতু রাষ্ট্র সংস্কারের কাজে লেগেছি,সেহুতু আর কোন অপশক্তি এই দেশে আর কোন ক্ষতি করতে পারবেনা।ভারতের বুঝা উচিৎ, এই জনতা এক হয়ে তাদের দোসর সৈরাচারী নরপিশাচ শেখ হাসিনাকে যখন বিদায় করতে পেরেছে,তাহলে তারা ভারতের এই কু-চক্রান্ত ও অপশাসনকেও রুখে দিতে পারবে।ভারতকে মনে রাখা উচিৎ যে,চীন এখনো আমাদের তিস্তা প্রকল্পের জন্য আগ্রহী হয়ে আছে।সুতারাং তারা যদি তিস্তাকে রক্ষা করতে চান,তাহলে বাংলাদেশের জন্য তাদের আপোষনীতি গ্রহণ করা উচিৎ। কোন অন্যায় কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তাদেরকে এর জন্য চরম পরিনতি ভোগ করতে হবে বলে জানান তিনি।