বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজ ও জরুরী সেবার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এ কার্যক্রম আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে।
এক জরুরী বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যাকবলিত ৫টি জেলার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ছাত্রশিবিরের হটলাইন নম্বর চালু থাকবে।
যে কোনো প্রয়োজনে নিন্মোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
📍কুমিল্লা সিটি করপোরেশন
রাসেল আহমেদ : ০১৭৪৯-৪০৯৪৯৪
📍কুমিল্লা জেলা
জাহিদুল ইসলাম : ০১৬৪৬-৫২২৯৬৬
মহিউদ্দিন রনি : ০১৬০৫-৭১৫৫১৭
📍লক্ষ্মীপুর জেলা
আব্দুল আউয়াল হামদু : ০১৮৩২-৩৭২০৪৩
রাসেল মাহমুদ : ০১৭৮০-৪১০২২০
📍নোয়াখালী জেলা
হাবিবুর রহমান আরমান : ০১৮৭৯-২২৩০৪৮
দাউদ ইসলাম : ০১৯৯০-৩৬৯৯২০
সাইফুর রসূল ফুয়াদ : ০১৮৭৫-৪৬৯০৩৪
📍ফেনী জেলা
ইমাম হোসাইন : ০১৬৪৪-৮৩৯২৯৪
ইমাম হোসেন আরমান : ০১৮১৪-২৮৬৪৮৮
শফিকুল ইসলাম : ০১৮৬৪-৭১৯১৪৭
📍খাগড়াছড়ি জেলা
মো. মাইনুদ্দিন : ০১৫১৮-৩২৭৪৯৯
আবদুস সাত্তার : ০১৫১৮-৩৯৬৫১২