রাশেদুল হক,মিরপুর প্রতিনিধি -কুষ্টিয়ার মিরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈগল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হাসানের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন, সদরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সাহেব আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুল হক খান মাসুদ,
আমলা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মনোয়ার হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, কৃষক নেতা রতন মালিথা, যুবনেতা নজরুল ইসলাম, শাহীন আলী, রনি, আব্দুল মতিন,স্বেচ্ছাসেবক নেতা রফিকুল ইসলাম, তুজাম, বারুইপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রনেতা মিলন মন্ডল,নসিম মন্ডল প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।