রাশেদুল হক,মিরপুর প্রতিনিধি -কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক হতাশা সহ্য করতে না পেরে এক যুবকের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কামারপাড়া ব্রিজের কাছে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন তাকে মোটরসাইকেলযোগে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।পরে রাত নয়টার দিকে সে মারা যায়।মৃত যুবকের নাম সাগর আহমেদ(২০)।সে সদর উপজেলার পৌর এলাকার জুগিয়া এলাকার সুজন আলীর ছেলে।নিহত সাগর রঙ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামের নিহত সাগরের নানা তৈয়ব আলী জানান-তার বাবা তাকে ছোটবেলায় আমার কাছে রেখে আমার মেয়েকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করে চলে যায় এবং আমার নাতি সাগর ছোটবেলা থেকেই আমার কাছে থেকে বড় হয়েছে।সে বর্তমানে বিবাহ উপযুক্ত হয়েছে।বিয়ের জন্য কয়েক জায়গায় পাত্রী দেখেছে,কিন্তু তার বাবা মা সংসার ঠিক না থাকায় তার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে রাজী হয়না।তাছাড়াও তার বাবা মার আদর স্নেহ থেকে বঞ্চিত হওয়ায় তার মনে হতাশা ও ক্ষোভ জন্ম হয়েছে।একপর্যায়ে সে আজ দুপুরের যে কোন একসময় বিষপান করে পোড়াদহের দিকে কাজে যাওয়ার সময় কামারপাড়া এলাকায় গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়।তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন তাকে মোটরসাইকেলযোগে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।পরে রাত নয়টার দিকে সে মারা যায়।মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিরুজ্জামান সানি জানান-বিষপানে অসুস্থ যুবক সাগরকে বিকেলে হাসপাতালে নিয়ে আসলে তাকে ওয়াশ করে ভর্তি করা হয়।পরে রাতে সে মারা যায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান-হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।