রাশেদুল হক,মিরপুর প্রতিনিধি -কুষ্টিয়ার মিরপুরে ধানের ক্ষেত নষ্ট করতে বাধা দেয়ায় জমি মালিককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।গত রবিবার (১৮ আগষ্ট) রাতে উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামের মাঠপাড়ায় কিছু দুষ্কৃতকারী মাঠের মধ্যে ১ মাস বয়সী ধান ক্ষেত নষ্ট করার সময় তা বাধা দিলে একই গ্রামের আমিরুদ্দিন মন্ডলের ছেলে মতিয়ার মন্ডলকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তার নিতম্বে কোপ মারায় ৬টি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে।মতিয়ার মন্ডলের মেয়ে উম্মে কুলসুম জানান-আমার বাবা প্রতিদিনের ন্যায় জমির ধান দেখতে গেলে রবিবার রাতে দেখতে পান,একই গ্রামের সামু মন্ডলের ছেলে আনার মন্ডল, আনার মন্ডলের ছেলে উজ্জ্বল ও আনার মন্ডলের স্ত্রী সহ ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাবার জমির ১ মাস বয়সী ধানের ক্ষেত নষ্ট করছে।এসময় আমার বাবা তাদেরকে ধান ক্ষেত নষ্ট করতে নিষেধ করলে আনার মন্ডলের ছেলে উজ্জ্বল হাসুয়া দিয়ে আমার বাবার নিতম্বে কোপ মারে এবং বুকের উপর লাথি মেরে ফেলে দেয়।এসময় উজ্জ্বলের সাথে থাকা লোকজন আমার বাবাকে বেধড়ক মারধোর করে।পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানান-মতিয়ার মন্ডলের নিতম্বে হাসুয়ার কোপে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।৬টি সেলাই দেয়া সহ তার চিকিৎসা চলছে।