বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে মিরপুর উপজেলা বিএনপি। সোমবার বিকেলে উপজেলার ফুলবাড়ি হাজী মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিস মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হক। ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার টিপু সুলতানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সমন্বয়ক মোঃ তৌকির আহমেদ, জেলা যুবদলের সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু , জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, মিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি তুষার আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন প্রমুখ। আলোচনা সভায় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই দল থেকে অনেকেই বিএনপিতে ঢুকে পড়ার চেষ্টা করছেন। তারা আসলে সুযোগ সন্ধানী। তাদের কোনোভাবেই বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। তিনি বলেন, আপনারা গত ১৮ বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত। অনেকে মাসের পর মাস কারাগারে থেকেছেন। জানি আপনাদের মনে অনেক ক্ষোভ, অনেক খুব কষ্ট রয়েছে। তাই বলে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও চাঁদাবাজি ভাঙচুর দখল বাজিতে আপনারা কেউ জড়াবেন না। আব্দুল হক দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিতে বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ আজ ভুলের খেসারত দিচ্ছে বিএনপি সেটা করুক তা আমরা কখনোই চাইবো না। তিনি অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ারও দাবি জানান। আলোচনা অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।