কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি শুক্রবার (কানাডিয়ান স্থানীয় সময়) এক বিবৃতিতে বলেন, ‘আমরা ড.ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সূচনাকে অভিনন্দন জানাই। এটি শান্তি পুনরুদ্ধারের জন্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার প্রথম পদক্ষেপ।’
আজ ঢাকায় কানাডিয়ান মিশন এক বিবৃতিতে এ কথা জানায়।
তিনি বলেন, বাংলাদেশে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়াকে কানাডা সমর্থন করে।
তিনি আরো বলেন, ‘পরিবর্তনের এই সময়কালে কানাডা এমন একটি প্রক্রিয়া যা ধর্মীয় সংখ্যালঘু, যুব, মহিলা এবং অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সকল ক্ষেত্রের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করে তাকে সমর্থন দানের জন্য অন্তর্বতীকালীন সরকারের সাথে জড়িত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’
জোলি বলেন, কানাডা শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত এবং বাংলাদেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতিকে এগিয়ে নিতে সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।’
মেলানি জোলি আরো বলেন, ‘কানাডা বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারকে মত প্রকাশের স্বাধীনতার চর্চা সমর্থন করতে ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগে পূর্ণ প্রবেশ বজায় রাখা এবং যে সব মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহিতা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বাংলাদেশে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন।
শনিবার (বাংলাদেশ সময়) তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ ব্লিঙ্কেন লিখেছেন,‘আমি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানাই।’
তিনি বলেন,ওয়াশিংটন বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ এটি বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ধারণ করে।
ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র দেশবাসীকে তাঁর (ইউনূস) শান্ত থাকার এবং শান্তির আহ্বানকে সমর্থন জানিয়েছে।’