স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুরে নানা আয়োজনে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় যুবদলের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচীতে অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হয়।বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যরিষ্টার রাগিব রউফ চৌধুরীর নির্দেশনায় গতকাল রোববার(২৭ অক্টোবর) বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিরপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। পরে সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল,ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্ম সূচির আয়োজন করা হয়।আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক।স্বাগতিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া।মিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমানের টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন,আবজাল হোসেন,ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার টিপু সুলতান,মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদ হোসেন,পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ,মিরপুর পৌর মৎসজীবী দলের সভাপতি ইমরান হোসেন হেজবুল,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক পল্টু মন্ডল,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মমিনসহ উপজেলা ও পৌর যুবদল নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন সংগ্রামে সকল শহীদদের মাগফিরাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।