ঝিনাইদহে পরিবহনের ধাক্কায় দুই সন্তানের জনক মোঃ রাশেদ মিয়া (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কলাহাট এলাকায় এঘটনা ঘটে। নিহত রাশেদ পেশায় একজন বিশিষ্ট ঠিকাদার ও সদর পৌরসভাধীন উদয়পুর গ্রামের মৃত আমিরুল ইসলাম কানু মিয়ার ছেলে এবং ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে মেয়েকে কোচিংয়ে রেখে শহর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ জেলা সদরের বাস টার্মিনাল কলাহাট সংলগ্ন এলাকায় পৌঁছনো মাত্রই আরাপপুরের দিক দিয়ে ছেড়ে আসা বাসটি পিছন দিক থেকে তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকিয়ে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে রাশেদ নিহত এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবহনটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদেরকে আটকের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে।
মেহেরপুর :-
মেহেরপুরের গাংনীতে ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চালক লিখন আলী(৩০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
নিহত লিখন আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের জোয়ার্দ্দারপাড়ার রহিদুল ইসলামের ছেলে। সে পেশায় মাইক্রোবাসের চালক।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার বেলা ১২টার দিকে নিহত লিখন আলী গাংনী কাথুলি সড়ক দিয়ে সাহারবাটি গ্রামে যাচ্ছিলেন। চৌগাছা গ্রামের বড় মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক সামনে পড়ে। এসময় লিখন আলী জোরে ব্রেক ধরায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।