বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে আলাল হোসেন ও মোঃ রাজিব হোসেনকে আটক করা হয়। আটক মোঃ আলাল হোসেন ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে এবং মোঃ রাজিব হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটেলিনের একটি দল ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি কোচ থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশীর এক পর্যায়ে আলাল হোসেন ও মোঃ রাজিব হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ টি স্বর্ণের বার (২.৬১৮) কেজি উদ্ধার করে কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে নিয়ে যায়। উদ্ধার হওয়ার স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লক্ষ ২৫ হাজার টাকা।
কুষ্টিয়া বিজিবি’র ৪৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, সুনিদৃষ্ট তথ্যের ভিত্তিতে জে আর পরিবহন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২.৬১৮ কেজি ওজনের ২৫ টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয় । জব্দকৃত স্বর্ণের আনুমানিক মুল্য ২,৬০,২৫,৮০৪ টাকা। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল পাচারকারীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।