মিরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ০৩ (তিন) জন আসামি গ্রেফতার হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি’২৫ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মিরপুর থানা এর নেতৃত্বে মিরপুর থানা এর দুইটি দল অভিযান পরিচালনা করে...
১। মিরপুর সিআর-৪৪/২১ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোছাঃ মুনজুরা খাতুন, স্বামী-মোঃ কাশেম মন্ডল, গ্রাম-ফুলবাড়ীয়া, শিমুলিয়া,
২। কুষ্টিয়া সদর সিআর-৮১৩/১৯ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোছাঃ পারুল, স্বামী-মোঃ আসাদুল, গ্রাম-চক ধুবইল, পোষ্ট-চক ধুবইল,
৩। মিরপুর সিআর-৯১/২৩ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মোছাঃ রাশিদা খাতুন, স্বামী-মোঃ আব্দুর রহিম, গ্রাম-পোড়াদহ, চকপাড়া, ডাকঘর-পোড়াদহ, সর্ব থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
প্রকাশক ও সম্পাদক-আব্দুল আউয়াল।
Email-dailyprovaterkagoj@gmail.com