কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর শাখার নেতৃবৃন্দের সাথে যোগদানোত্তর মতবিনিময় করেছেন মিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে আলাদাভাবে এ মত-বিনিময় অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সদর পুলিশ ফাড়ি হতে বদলী হয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বুধবার রাতে যোগদান করেছেন মমিনুল ইসলাম। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তিনি মত-বিনিময় করেন।তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর শাখার নেতৃবৃন্দের সাথে তিনি এ মতবিনিময় করেন।এসময় তিনি জানান-মিরপুর এলাকার মাদক সন্ত্রাস চাদাবাজি,চুরি ডাকাতি দমন বা নিয়ন্ত্রণে পুলিশের নির্বিঘ্নে কাজ করার জন্য এলাকাবাসীর সবার সহযোগিতা চাই।দল-মত নির্বিশেষে সবাই সহযোগিতা করলে অবশ্যই অপরাধমূলক কর্মকান্ডের মূলোৎপাটন করা সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর পৌর শাখার আমির মাওলানা ওমর ফারুক,পৌর সেক্রেটারি চাঁদ মল্লিক, সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম, আইবিডাব্লুএফ মিরপুর পৌর সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন,পৌর ০৪ নং ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলাম, ০৫ নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, ০৬ নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান, ০৭ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম টুটুল,০৯ ওয়ার্ড সেক্রেটারি দাউদ দেওয়ান,সাবেক মিরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর শাখার নেতৃবৃন্দ মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।