কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যোগদানত্তোর মতবিনিময় করেছেন মিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে আলাদাভাবে এ মত-বিনিময় অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সদর পুলিশ ফাড়ি হতে বদলী হয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বুধবার রাতে যোগদান করেছেন মমিনুল ইসলাম। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তিনি মত-বিনিময় করেন।তারই অংশ হিসেবে মিরপুর উপজেলা ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে তিনি এ মতবিনিময় করেন।এসময় তিনি জানান-মিরপুর এলাকার মাদক সন্ত্রাস চাদাবাজি,চুরি ডাকাতি দমন বা নিয়ন্ত্রণে পুলিশের নির্বিঘ্নে কাজ করার জন্য এলাকাবাসীর সবার সহযোগিতা চাই।দল-মত নির্বিশেষে সবাই সহযোগিতা করলে অবশ্যই অপরাধমূলক কর্মকান্ডের মূলোৎপাটন করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আতিকুর রহমান তুষার,সদস্য সচিব ছাব্বির আহমেদ,মিরপুর পৌর ছাত্রদল আহবায়ক রকোনুজ্জামান রিন্টু,যুগ্ম আহ্বায়ক রাজু আহাম্মেদ,মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদল আহবায়ক রাব্বিল,পোড়াদহ কলেজ ছাত্রদল আহ্বায়ক সোহেল রানা জয়,কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ,ছাতিয়ান ইউনিয়ন যুবদল, যুগ্ন আহব্বায়ক আহসান হাবিব লিংকন সহ মুকুল,মাহি, কাজল, তুষান, টুটুল, জনি প্রমুখ।এর পূর্বে আলাদাভাবে মতবিনিময় করেন মিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম - আহবায়ক শরিফুল ইসলাম,সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মমিনুল হক,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক পল্টু মন্ডল,সদস্য রাজিব শেখ,সুমন শাহ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক-আব্দুল আউয়াল।
Email-dailyprovaterkagoj@gmail.com