কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৪ নভেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির খবর জানানো হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গত সোমবার বিকালে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম,সদস্য খন্দকার ওমর ফারুক কুদ্দুস ও আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সোমবার রাতে ভেড়ামারায় এ্যাড. তৌহিদুল ইসলাম আলমকে পৌর বিএনপির কার্যালয়ে ও খন্দকার ওমর ফারুক কুদ্দুস এবং আব্দুর রশিদকে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আলাদাভাবে তারা এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমেদ,বিএনপি নেতা জাহিদুল ইসলাম,যুবনেতা শাহিনুল ইসলাম,ধুবইল ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড (গোবিন্দ গুনিয়া) ওয়ার্ড বিএনপি সভাপতি বাবু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।