কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর মৎস্যজীবি দলের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে মিরপুর বাসষ্ট্যান্ড ইক্ষু সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিরপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইমরান আহমেদ হিজবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মৎসজীবী দলের আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মৎসজীবি দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা,যুগ্ম আহবায়ক মাসুদ রানা,মিরপুর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারন সম্পাদক আব্দুল কাদের চমন,সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন,সহ-সভাপতি মান্নান মোল্লা,মিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান,মিরপুর পৌর যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া, মিরপুর পৌর মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান মন্ডল,সহ-সভাপতি সুজন সর্দ্দার,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও জিয়া বিশ্বাস,মিরপুর পৌর ০৯ নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সভাপতি কালাম মন্ডল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন- আমাদের দল বিএনপি সবসময় মানুষের অধিকার, গণতন্ত্র, এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের সভার মূল উদ্দেশ্য হলো দলকে শক্তিশালী করা, ঐক্যবদ্ধ রাখা, এবং মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করা। আমাদের নেতা তারেক রহমানের আদর্শ এবং নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে, একমাত্র সুসংগঠিত দলই সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের প্রধান লক্ষ্য হবে ব্যরিষ্টার রাগিব রউফ চৌধুরীর নেতৃত্বে মিরপুর-ভেড়ামারাকে একটি শান্তিপূর্ণ এবং উন্নত সংসদীয় আসন হিসেবে গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষিত হবে। দল গঠন ও দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবো এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বপ্ন পূরণে আমাদের দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এই পথচলায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতা, সমর্থন, এবং একনিষ্ঠ পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক-আব্দুল আউয়াল।
Email-dailyprovaterkagoj@gmail.com