কুষ্টিয়ার মিরপুর বাসষ্ট্যান্ড বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক পদে আব্দুল খালেক নির্বাচিত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিরপুর বাসষ্ট্যান্ড বাজারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মোট ১১৭ জন ভোটারের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ১১৩ জন ভোটার ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেন।বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দীর্ঘদিন পরে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে পারায় প্রার্থী,ভোটার ও সাধারন জনগণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটির প্রিজাইডিং অফিসার সাংবাদিক হুমায়ুন কবির হিমু।ফলাফলে দেখা যায় ফুটবল প্রতীক নিয়ে মিরপুর ফার্মেসীর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া ১১৭ ভোটের মধ্যে সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মা ফার্মেসী স্বতাধিকারী চাঁদ আলী মল্লিক মোরগ প্রতীকে ২৬ ভোট পেয়ে দ্বিতীয় ও জে আর পরিবহনের স্বত্বাধিকারী আমানুর রহমান আজিম ছাতা প্রতীকে ২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।এছাড়া মা ভেটেনারি এন্ড পোল্ট্রি ফিড কর্ণারের স্বত্বাধিকারী আব্দুল খালেক বাঘ প্রতীকে ৪৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল ট্রেডার্স স্বত্বাধিকারী খায়রুল ইসলাম আম প্রতীকে ২৮ ভোট পেয়ে দ্বিতীয়,রাসেল ট্রেডার্স স্বত্বাধিকারী রাসেল মন্ডল ঘোড়া প্রতীকে ২৩ ভোট পেয়ে তৃতীয় ও অন্তর ফার্মেসী স্বতাধিকারী মীর মনিরুল ইসলাম অন্তর মাছ প্রতীকে ১৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ফলাফল ঘোষনার পূর্বে বাসষ্ট্যান্ড বাজারের সিনিয়র ব্যবসায়ী বরকত আলী প্রস্তাব করেন,ভোটে যারা পরাজিত হবেন,তারাও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক পদে থাকবেন।এতে সবাই ঐক্যমত পোষণ করলে সেখানে প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।নির্বাচন পরিচালনা করেন মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন,খান ষ্টিল স্বত্বাধিকারী আশরাফ আলী,হাসান লাইব্রেরি স্বত্বাধিকারী হাসান আলী ও প্রাইম কম্পিউটার স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন।