রাশেদুল হক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি – কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সংস্কার পরিষদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলা নার্সিং সুপারভাইজার রীতা রানী বৈদ্য এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগসহ ডিজিএনএম বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারনে এবং নার্সিং এর মহাপরিচালক সহ সকল নার্সদের পদায়নের দাবীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ষ্টাফ নার্স গুলশেনারা,আজমিরা,রোজিনা,আকলিমা,শাহানাজ,খোরশেদা,বিউটি,মজিরুন,হাসিনা,বেদেনা,স্বর্ণা,মনিরুল,হযরত,সেতু,সাইয়্যিদা,সালমা,বেহুলা,রুনা,আয়েশা,নীলা,আসলাম,রেবেকা,ও মিডওয়াইফ নার্স হামিদা,সম্পা,মাহমুদা।এসময় সিনিয়র ষ্টাফ নার্স শাম্মি আক্তার স্বর্ণা বলেন-আমাদের ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুর অনেক হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছেন,তিনি বলেছেন আমরা অনেক ছোট শ্রেণীতে অনেক ছোট একটা চাকরি করি।আমাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেয়া নাকি শেখ হাসিনার ভুল হয়েছে।আমরা উনাকে জানাতে চাই-আমরা কারো দয়া দাক্ষিণ্য নিয়ে এখানে চাকরি করতে আসিনাই।আমরা কোন রাজনৈতিক সুবিধা এমনকি দালালি করেও এই চেয়ারে আসিনাই।আমাদের দক্ষতা,আমাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমাদের দ্বিতীয় শ্রেণীর পদ অর্জন করতে হয়েছে।আমরা অনতিবিলম্বে মাকসুরা নুরের পদত্যাগ চাই।আমাদের যে ডিজিএনএম অধিদপ্তর আছে,সেখানে নার্সিং এর ক্যাডারসমুহ চাই।আমরা চাই,আমাদের অধিদপ্তরের শীর্ষ পদগুলোতে আমাদের ক্যাডারদের পদায়ন হোক।আমাদের মধ্যে যারা পিএইচডি তথা উচ্চ ডিগ্রীধারী বা যোগ্যতা সম্পন্ন লোক আছে,অনতবিলম্বে তাদের পদায়ন করা হোক।আমরা অন্য কোন ক্যাডার দ্বারা পরিচালিত হতে চাইনা।