রাশেদুল হক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি -কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ড নওয়াপাড়া মল্লিকপাড়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।০৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলীউপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু,পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম।মিরপুর পৌর যুবদলের সভাপতি সংগ্রাম খান জিল্লুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান নয়ন,বারুইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান সহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ বাবু বলেন-একদল দূস্কৃতকারী পূর্ব ষড়যন্ত্রের মাধ্যমে চাঁদাবাজী লুটপাট করে বিএনপি’র সুনাম ক্ষুন্ন করছে। আমি প্রত্যেককে সতর্ক করে দিতে চাই যারা বর্তমানে চাঁদাবাজী ও দখল বাণিজ্য করছেন,তাদের স্থান বিএনপিতে হবে না। যারা এধরনের অপকর্ম করছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। বিশেষ অতিথির বক্তব্যে মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে।তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশকর আলী, রুহুল আমিন,খোকন,মোজাম্মেল,শিল্পু,নাসিরুজ্জামান রানা,মিঠু,রুবেল,কোহিরুল,মিলন মন্ডল,নাসিম মণ্ডল,হাতেম,আশরাফুল,সানো কাজী প্রমুখ।