রাশেদুল হক, মিরপুর(কুষ্টিয়া) প্রতিনিধি-কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেছেন-মিরপুরে গ্রুপিং রাজনীতির সুযোগ নিয়ে বিএনপির একাংশের মধ্যে ঢুকে পড়া আওয়ামী লীগের ক্যাডার-সন্ত্রাসীদের হুশিয়ার করে দেয়াই ছিলো নিমতলা বাজারে দেয়া আমার বক্তব্যের প্রধান উদ্দেশ্য,বিএনপির একাংশের প্রশ্রয় পাওয়া সেইসব আওয়ামীলীগের ক্যাডার-সন্ত্রাসীদের আড়াল করতে ও আমার বক্তব্যের মূল উদ্দেশ্যকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপির সেই একাংশ অপ-রাজনীতি করে যাচ্ছে।গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর বাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে রফিকুল ইসলাম রফিক আরো বলেন- বিগত জুলুমবাজ আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের যেসব ক্যাডার-সন্ত্রাসী দালালেরা বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কাউকে তিনজন একসঙ্গে বসতে পর্যন্ত দেয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দিয়েছে।বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় বের হতে দেয়নি, আমাদের পরিবারের আহার যোগানের জন্য বাজারে বাজার পর্যন্ত করতে দেয়নি। যাদের কারনে আমরা সবাই এতো কষ্ট করেছি।সেই আওয়ামী লীগের দালাল-চামচা সন্ত্রাসী-ক্যাডাররা আজ মিরপুরের বিএনপির এক সর্বোচ্চ নেতার ছত্রছায়ায় দলের কিছু লোকজনের সাথে মিলিত হয়ে বিভিন্ন জায়গায় দখল-চাদাবাজি,ভাংচুর-লুটপাট,অগ্নিসংযোগ করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করছে,যেটা বিএনপির রাজনীতির মূলনীতির সাথে চরম সাংঘর্ষিক বিষয়।আমি মূলত সেইসব কুলাঙ্গারদেরকেই সাবধান করে দিতে চাই।গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে কিছু কথা বলেছি।কারন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন-জনগনের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে,অথচ তারা তারেক রহমানের সেই মেসেজকে উপেক্ষা করে গত কয়েকদিন আগে আমলা ইউনিয়নের সরকারি কৃষি ফার্ম দখল করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পলায়ন করেছে।এমনিভাবে আমি তাদের এই দখল-চাদাবাজির বিরুদ্ধে কথা বলায় তারা প্রতিশোধপরায়ণ হয়ে নিমতলা বাজারে দেয়া বক্তব্যের খন্ডিত অংশ ভাইরাল করার চেষ্টা করছে।কিন্তু বক্তব্যের অপর অংশে আমি বলেছিলাম “আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করুন।দলের ভিতর আওয়ামী সন্ত্রাসীদের জায়গা দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করবেননা। কিন্তু আমার সে বক্তব্যকে প্রচার করা হয়নি।