প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ৫:২৬ এ.এম
ধুবইল ইউনিয়ন জামাতের উদ্দ্যোগে শান্তি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান
রাশেদুল হক,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ধুবইল ইউনিয়ন জামাতের উদ্দ্যোগে শান্তি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ধুবইল ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া কামনা ও জ্বালাও পোড়াও,ভাংচুর সহ সকল নৈরাজ্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবকদের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের কার্যকরী সদস্য জোমারত আলী,উপজেলা জামাতের আমির রেজাউল করিম,নায়েবে আমির শাহ আক্তার মামুন,সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম,কর্মপরিষদ সদস্য তৈয়ব আলী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও মিরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি আল জুবায়ের নাইম।ধুবইল ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ রাজিবুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আজগর আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ধুবইল ইউনিয়ন জামাতের সেক্রেটারী মিজানুর রহমান মজনু,,এড.মাহফুজুর রহমান,ওমর ফারুক,মাওলানা ইব্রাহিম খলিল,হামিদুল ইসলাম,জাকারিয়া মুজাহিদ প্রমুখ।