রাশেদুল হক, মিরপুর(কুষ্টিয়া) প্রতিনিধি -কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালক সমিতি ও সিএনজি মালিক সমিতির দ্বন্দে কুষ্টিয়া হতে বেশ কয়েকটি রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় যাত্রীসাধারণ চরম দূর্ভোগে পড়েছেন।যান চলাচল স্বাভাবিক করতে ও জনদূর্ভোগ লাঘবে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির সরকার শতাধিক বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে গতকাল শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা সিএনজি মালিক সমিতির নেতৃ্বৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।এসময় তিনি সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দকে বলেন,আমি কিছু বলতে আসিনি,আমি আপনাদের কি কি সমস্যা আছে তা শুনতে এসছি।সে সময় মিরপুর উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি বলেন,ভেড়ামারা উপজেলার সিএনজি মালিকদের সাথে বাস শ্রমিকদের যে সমস্যা হয়েছিল,সেটার সাথে আমাদের মিরপুরের সিএনজি মালিকদের কোন সংশ্লিষ্ঠতা নেই,আমরা সে সম্পর্কে কিছু জানিওনা।কিন্তু গত ০৩ সেপ্টেম্বর সকালে মিরপুর থেকে যাত্রী নিয়ে মজমপুরে যাত্রী নামানোর জন্য পৌছালে বাস শ্রমিকদের একটি গ্রুপ আমাদের কয়েকটি সিএনজি গাড়ী ভাংচুর করে এবং সিএনজি ড্রাইভারদের বেধড়ক মারধর করে।এতে আমাদের কয়েকজন ড্রাইভার গুরুতর আহত হয় এবং তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে।বিনা দোষে আর বিনা অপরাধে আমাদের ড্রাইভারদের মারধর করা এবং গাড়ি ভাংচুরের প্রতিবাদ জানাই।সেই সাথে আমাদের কিছু দাবীতে আমরা রাস্তায় সিএনজি চলাচল বন্ধ রেখেছি।দাবীগুলো হলো- মজমপুর গেটে পূর্বের ন্যায় যাত্রী নামানোর ব্যবস্থা রাখতে হবে।রিজার্ভ ভাড়া থাকলে পূর্বের ন্যায় শহরের মধ্যে চলাচলে কোন বাধা প্রদান করা যাবেনা।তবে আমরা শহরের মধ্যে কোন যাত্রী উঠাবোনা।আলফা মোড়ে এসেই যাত্রী উঠায়ে গন্তব্যস্থলে রওয়ানা দেবো।এছাড়া আমাদের যেসব গাড়ি ভাংচুর করা হয়েছে তার ক্ষতিপূরন ও হামলায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বাস মালিকদের ব্যবস্থা নিতে হবে।এ সময় ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন- দুইদিন যাবত মিনিবাস মালিক সমিতি সিএনজি চালকদের মধ্যে কয়েকটা রুটে বিশেষ করে কুষ্টিয়া মিরপুর ও কুষতিয়া ভেড়ামারা রুটে একটা ঝামেলা সৃষ্টির প্রেক্ষিতে আজকে গাড়ী চলাচল সবই বন্ধ আছে।বিষয়টি আমি অবগত হয়ে কুষ্টিয়া মিনিবাস মালিক সমিতির সাথে বসেছিলাম।এছাড়া মিরপুর,আমলা ও ভেড়ামারার সিএনিজি মালিকদের সাথে বসেও বিশয়টি নিয়ে কথা বলে প্রকৃত সমস্যাটি জানার চেষ্টা করছি।এরপর আমরা আবার একযগে বসবো প্রশাসন,মিনিবাস মালিক ও সিএনজি মালিক সমিতির সাথে।অতিদ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবো,যাতে দু একদিনের মধ্যেই আবার রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।সব সমস্যারই সমাধান আছে।আপনারা আন্তরিক হলে এবং সহযোগিতা করলে সবাই মিলে বসে একটা যৌক্তিক সমাধান করা সম্ভব।সমাধান বা সিদ্ধান্ত না হও্য়া পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন,আইন শৃংখলা বজায় রাখুন।দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে নিবেননা।এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলি রব্বান,মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাধারন সম্পাদক ইব্রাহিম আলি,জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ জেলা ও উপজেলা বিএনপির প্রায় শতাধিক নেতৃবৃন্দ।এ সময় সিএনজি মালিক সমিতির সভাপতি মহিবুল ইসলাম।সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া,সিএনজি মালিক সমিতির নেতা হাফিজুল ইসলাম,রাজ্জাক হোসেন,রিন্টু সহ মিরপুর উপজেলার প্রায় সকল সিএনজি মালিকগন উপস্থিত ছিলেন।
Exif_JPEG_420
প্রকাশক ও সম্পাদক-আব্দুল আউয়াল।
Email-dailyprovaterkagoj@gmail.com