প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৪, ১০:০৯ পি.এম
মিরপুরে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার।
রাশেদুল হক,মিরপুর প্রতিনিধি-কুষ্টিয়ার মিরপুরে ধান ক্ষেতে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ভাঙ্গা বটতলা মাঠে ধানের জমি থেকে মাটিতে পুঁতে রাখা ১০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্ররা মাদক উদ্ধারে পুলিশকে সহায়তা করে। স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আজগর আলীর ছেলে শাহিনের ধানের জমি থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় নয়টি প্যাকেটে মোট ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় জমির মালিক শাহিন বলেন, প্রতিদিনের ন্যায় আমি আজকে জমিতে এসে জমির একটি অংশে অস্বাভাবিকভাবে পায়ের দাগ এবং কাদা দেখতে পাই। পরবর্তীতে সেখানে হাত দিয়ে বোতলাকৃতির প্যাকেট দেখতে পাই। তাৎক্ষণিক আমি মিরপুর থানায় জানিয়েছি। এ ব্যাপারে মিরপুর থানা সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ভাঙ্গা বটতলা মাঠে একটি ধানের জমিতে কাদার মধ্যে পোতা অবস্থায় নয়টি কষ্টেপে জড়ানো বোতলের বান্ডিল উদ্ধার করে। পরবর্তীতে জনসম্মুক্ষে আমরা কষ্টেপ তুলে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করি। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। উক্ত ঘটনায় ফেনসিডিলের মালিক নির্ণয় করা সম্ভব হয়নি। উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোত্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানার এসআই দীপন সঙ্গীয় ফোর্স ঘটনায়স্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় নয়টি বান্ডিলে সর্বমোট ১০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। উক্ত ঘটনায় ফেনসিডিলের মালিক না থাকায় থানাতে জিডি মূলে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক-আব্দুল আউয়াল।
Email-dailyprovaterkagoj@gmail.com
ই-পেপার কপি