সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড’র (বেলগাছী-হাজরাহটি) এলাকায় বাদ মাগরিব নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জালিমের সকল প্রকার জুলুমের নাগপাশ থেকে দেশ মুক্ত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে এবং এ মুক্তির আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পোড়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (বেলগাছী-হাজরাহাটি) বিএনপির সভাপতি
আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি খোদাবক্স শাহ, আলী হোসেন বিশ্বাস, কৃষকদলের সভাপতি আসলাম উদ্দিন মন্ডল, যুবদলের সভাপতি শফিউদ্দিনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি খোদাবক্স শাহ বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্য দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গতকাল আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।